বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে ৪০ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের মন্ডলপাড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটকরা হল- উখিয়া উপজেলার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৯ ডি-ব্লকের মো. হাসান (২৫), একই ক্যাম্পের সি-৮ ব্লকের এনাম করিম ( ২৫) ও এ-৯ ব্লকের মো. আয়াজ (২১)। বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, ভোরে ঘুমধুম ইউনিয়নের মন্ডলপাড়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের চালান পাচারের খবরে পেয়ে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এক পর্যায়ে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমার দিক থেকে ব্যাগ হাতে সন্দেহজনক তিন ব্যক্তিকে আসতে দেখে বিজিবির...