ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের বিজয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা শশী থারুর। খবর বিজনেস টুডে ইন্ডিয়া।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক্স-এ দেয়া এক পোস্টে তিনি এ নির্বাচনকে “আসন্ন দিনগুলোর জন্য একটি উদ্বেগজনক ইঙ্গিত” হিসেবে আখ্যায়িত করেন। শশী থারুর প্রশ্ন তোলেন, “আগামী বছরের ফেব্রুয়ারিতে কি জামায়াতে ইসলামীর সরকার গঠন দেখা যাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের এই জয়ের কি জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে?”শশী থারুর লিখেছেন, ‘ভারতের বেশিরভাগ মানুষের কাছে শিবিরের জয় পাওয়া একটি সাধারণ বিষয় মনে হতে পারে, কিন্বতু এটি আসন্ন দিনগুলোর জন্য একটি উদ্বেগজনক ইঙ্গিত।’থারুর উল্লেখ করেন বাংলাদেশে প্রধান দুই রাজনৈতিক দল (বর্তমানে নিষিদ্ধ) আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উভয়ের প্রতিই জনগণের মধ্যে অসন্তোষ...