ভাঙা ব্রিজের কারণে স্থানীয় দিনমজুররা চরম ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি লামছড়ি এলাকার সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও স্কুলে যেতে পারেননি, কারণ ব্রিজটি দিয়ে তারা প্রতিদিন যাতায়াত করতেন। চরবাড়িয়া ইউনিয়নের লামছড়ি গ্রামের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আল-মামুন জানিয়েছেন, ভাঙা ব্রিজটি অনেক পুরানো ছিল, তাই বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়েছে। তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে নদী থেকে রাতের আঁধারে বালু কেটে খাল থেকে বাল্কহেডের মাধ্যমে অন্যত্র নেওয়া হতো। বুধবার গভীর রাতে বাল্কহেডের ধাক্কায় ব্রিজটি ভেঙে খালে পড়ে গেছে। এতে প্রায় ৪–৫টি গ্রামের মানুষের শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।” ইউনিয়ন চেয়ারম্যান জানিয়েছেন,...