ভারতের উত্তরপ্রদেশের হামিরপুর জেলায় মূক-বধির অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণ করে জোরপূর্বক গর্ভপাতের ওষুধ খাওয়ানোর অভিযোগ উঠেছে। ওই ঘটনায় রাজ্যজুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই নারীর। পরিবারের অভিযোগ ওই নারী কিছুদিন আগে শ্বশুরবাড়ির অশান্তি এড়িয়ে বাবার বাড়িতে এসে থাকছিলেন। গ্রামেই দুই যুবকের সঙ্গে পরিচয় হয় এবং সম্পর্ক তৈরি হয়। কিন্তু সেই সম্পর্ককে ব্যবহার করে তারা বারবার তাকে ধর্ষণ করে। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। বিষয়টি ফাঁস হতেই অভিযুক্তরা পরিবারকে ভয় দেখাতে শুরু করে। একদিন বাড়িতে একা থাকা অবস্থায় তাকে ধরে নিয়ে গিয়ে একটি মাঠে প্রথমে গর্ভপাতের ওষুধ খাইয়ে দেয় ।তারপর ফের ধর্ষণ করে অসুস্থ অবস্থায় ফেলে রেখে যায়। পরিবারের লোকজন অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত তার মৃত্যু...