জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার ২০ ঘণ্টা পার হলেও এখনও চলছে গণনা। নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। ভোট পড়েছে ৬৭–৬৮ শতাংশ। নির্বাচন কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ.কে.এম. রাশিদুল আলম জানান, ভোট গণনা শুরু হওয়ায় এবং ফলাফল ঘোষণায় দেরির কয়েকটি কারণ রয়েছে। তিনি জানান: প্রাথমিকভাবে ওএমআর মেশিন ব্যবহার করার পরিকল্পনা থাকলেও বেশ কয়েকজন প্রার্থীর আবেদন মোতাবেক ভোট ম্যানুয়ালি গণনার সিদ্ধান্ত নেওয়া হয়। ম্যানুয়ালি গণনা করার কারণে সময় বেড়েছে। এছাড়া, সকাল ৯টায় ভোট শুরু হওয়ার কথা থাকলেও দুটি হলে দেরি হয়েছিল। বিশেষ করে দু’টি বড় হলে, যেখানে এক হাজারের বেশি ভোটার রয়েছেন, দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতি কম থাকায় ভোট গ্রহণ স্থগিত ছিল। পরে বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটার...