১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:০২ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:০২ পিএম দক্ষিণাঞ্চলের গর্ব দৃষ্টিনন্দন পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পায়রা সেতুতে বিদেশি সেতুর আদলে তৈরি করা হচ্ছে লোহার নিরাপত্তা বেষ্টনী। পটুয়াখালীর দুমকী উপজেলার লেবুখালীর পায়রা নদীর ওপর নির্মিত এই সেতুটি ২০২১ সালের ২৪ অক্টোবর যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। চার লেনের এই সেতুটি হয়ে উঠেছে একটি জনপ্রিয় পর্যটন স্পট। বিশেষ করে প্রতিদিন বিকালে ও ছুটির দিনে হাজারো মানুষ এখানে ভিড় জমিয়ে নদীর প্রাকৃতিক দৃশ্য এবং বরিশাল সেনানিবাসের সৌন্দর্য উপভোগ করে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে সড়ক ও জনপথ বিভাগ নিরাপত্তাজনিত কারণে সেতুর দুই পাশে লোহার গ্রিল বসানো শুরু করেছে। বরিশাল অংশের ৪৬৩ মিটারে ইতিমধ্যে গ্রিল বসানো হয়েছে। পটুয়াখালীর পুলিশ সুপার আনোয়ার জাহিদ নিরাপত্তার বিষয়ে বলেন, তরুণদের কেউ কেউ ছবি...