শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের দুইদিন পর ১০ বছর বয়সী এক শিশুর লাশ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে যুবককে। পুলিশের ধারণা, মুরগির খামারে বিদ্যুতের তারে জড়িয়ে শিশুটির মৃত্যু হলে লাশ গুম করার উদ্দেশ্যে নদীতে ফেলে দেওয়া হয়। বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার গান্ধিগাঁও কালীস্থান সংলগ্ন কালঘোষা নদী থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন। লাশ উদ্ধার হওয়া ইলিয়াস গান্ধিগাঁও এলাকার কালু গাজীর ছেলে এবং স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। শিশুটির পরিবারের বরাত দিয়ে ওসি আল আমিন বলেন, বুধবার ভোরে ইলিয়াস নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পরিবারের পক্ষ থেকে ঝিনাইগাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বৃহস্পতিবার গভীর রাতে বাড়ির পাশের নদীতে শিশুটির লাশ ভেসে থাকতে দেখে পুলিশে...