২০২৪ সালে সাহিত্যে নোবেল বিজয়ী হান কাংকে নোবেল পুরষ্কারে ভুষিত করার কারণ হিসেবে নোবেল প্রাইজ কমিটি বলেন, “for her intense poetic prose that confronts historical traumas and exposes the fragility of human life.” সম্প্রতি হান কাংয়ের তিনটি বই হাতে এলো। বই তিনটি হল Greek Lessons, The White Book, The Vegetarian. তিনটি বইয়ের মধ্যে সবার আগে পড়েছি Greek Lessons. যদিও গত বছরই The Vegetarian বইটির প্রথম কয়েক পাতা পড়েছিলাম। সেসময় বইটি শেষ করিনি। সেদিক দিয়ে হিসেবে করলে, Greek Lessons ই আমার পড়া হান কাংয়ের প্রথম সম্পূর্ণ উপন্যাস। Greek Lessons পড়ার সাথেই সাথেই আমি নোবেল কমিটির বলা উক্ত কথাটি বুঝতে পারলাম। এত শক্তিশালী সমসাময়িক কাব্যিক গদ্য আমি অনেকদিন বাদে পড়লাম। আমরা মানুষরা যে ঠিক কতটা ভঙ্গুর তা কিন্তু আমরা পদে পদেই টের...