পাঁচ বছরের চুক্তিতে সিটিতে আসা গোলকিপার রোমাঞ্চে হাবডুবু খেয়ে বললেন, ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যালেঞ্জে নিজেকে পরখ করতে তার তর সইছে না। “আমার জীবন ও ক্যারিয়ারের নতুন অধ্যায় এটি। ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগে খেলতে পারা আমার জন্য হবে দারুণ আবেগের ব্যাপার এবং আমি এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।” “প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন আমার সবসময়ই ছিল, কারণ এটা বিশ্বের সেরা লিগ। একজন ফুটবলারের জন্য প্রাপ্তির চূড়া হলো প্রিমিয়ার লিগে কিছু অর্জন করতে পারা। এজন্যই এখানে আসতে পেরে আমি উচ্ছ্বসিত। যে ক্লাব আমাকে দলে নিতে এত কিছু করেছে, তাদের হয়ে মাঠে নামতে মুখিয়ে আছি আমি, যেন তাদের ভরসার প্রতিদান দিতে পারি।” এসি মিলানের একাডেমি থেকে উঠে আসার দোন্নারুম্মা ইতালির ঐতিহ্যবাহী ক্লাবটিতে খেলেছেন ছয় মৌসুম। এরপর চার মৌসুম কাটিয়েছেন পিএসজিতে। ইংলিশ ফুটবলের অংশ আগে...