পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইসলামী ব্যাংকের পরিচালকদের যাতায়াত ভাতা নিয়ে ৮ সেপ্টেম্বর জাগো নিউজে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে আপত্তি জানিয়েছে ব্যাংকটির কর্তৃপক্ষ। ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘পরিচালকদের যাতায়াতেই ‘হাওয়া’ ব্যাংকের কোটি টাকা’ শিরোনামের সংবাদটিতে গ্লোবাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের যাতায়াত সংক্রান্ত যে বিশ্লেষণ ও তথ্য উপস্থান করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। ব্যাংকটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, গ্লোবাল ইসলামী ব্যাংক অভিবাসীদের (এনআরবি) উদ্যোগে গঠিত একটি ব্যাংক। পূর্ববর্তী পরিচালনা পর্ষদের অনেক সদস্য দেশের বাইরে থেকে এসে সভায় অংশ নেন। এসব অভিবাসী পরিচালকদের সভায় উপস্থিতি ও যাতায়াত সংক্রান্ত সব খরচ বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার নং-০২, তারিখ: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ও বিআরপিডি সার্কুলার নং-৫৬, তারিখ: ৩০ ডিসেম্বর ২০২৪-এর নির্দেশনা অনুসরণ করে সম্পন্ন করা হয়। বাংলাদেশ ব্যাংক ২৭ আগস্ট ২০২৪ তারিখ ব্যাংকের পূর্ববর্তী...