রাজধানী নয়া দিল্লিত রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে ভারতের পঞ্চদশ উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন তামিল নাড়ু বিজেপির সাবেক সভাপতি চন্দ্রপুরাম পোন্নুসামি রাধাকৃষ্ণান। ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও বিশিষ্টজনদের উপস্থিতিতে শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে শপথ পড়ান। এ আয়োজনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সদ্য বিদায় নেওয়া ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়, সাবেক ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু, সাবেক প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, সড়ক পরিবহন ও মহাসড়ক বিষয়ক মন্ত্রী নিতিন গডকারি, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কার সিং ধামিসহ ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ-র অনেক নেতাই উপস্থিত ছিলেন। মঙ্গলবার ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে এনডিএ সমর্থিত রাধাকৃষ্ণান প্রতিদ্বন্দ্বী বি সুদর্শন রেড্ডিকে ৪৫২-৩০০ ভোটে পরাজিত করেন বলে জানিয়েছে এনডিটিভি। সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি রেড্ডি বিরোধী ইনডিয়া জোটের প্রার্থী...