নেপালে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়ে সহিংসতার জেরে ভারতের সঙ্গে যোগাযোগ সাময়িকভাবে স্থগিত হয়ে পড়ে। ফলে ভারত থেকে জ্বালানি তেল সরবরাহেও ঘাটতি দেখা দেয়। নেপালে জ্বালানি সংকট এতটাই তীব্র হয়ে পড়ে যে, একের পর এক পেট্রোল পাম্পেও তেল পাওয়া যাচ্ছিল না। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় নেপালে জ্বালানিবাহী ট্যাঙ্কার পাঠানোর ফের শুরু করেছে দিল্লি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত ১৫টি তেলের ট্যাঙ্কার পাঠিয়েছে ভারত। দেশটির সীমান্ত বাহিনীর নজরদারিতে সরবরাহের কাজ চলছে। ভারতীয় কাস্টমসের এক কর্মকর্তা বলেন, জ্বালানির ক্ষেত্রে শিলিগুড়ি করিডরের উপর নির্ভর করে থাকে নেপালের ঝাপাসহ একাধিক এলাকা। প্রতিদিন গড়ে ৩০টি করে ট্যাঙ্কার পাঠানো হয়। কিন্তু গত তিন দিন সব বন্ধ ছিল। তবে জ্বালানির ট্যাঙ্কার যাওয়ার ছাড়পত্র মিললেও, সাধারণ যাত্রীবোঝাই গাড়ি যাওয়ার জন্য এখনও অনুমতি মেলেনি। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত নেপাল...