নিহতেরা হলেন—মোহাম্মদ গোলাম সরোয়ার (৪০) ও তাঁর মেয়ে মুসকান (৪) এবং সাগর নামে আরও এক যুবক। জানা গেছে, শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা থেকে প্রাইভেট কারটি চট্টগ্রামের দিকে আসছিল। মিরসরাই জোরারগঞ্জ দুর্গাপুর ঠাকুরদিঘীবাজারে পৌঁছালে সেখানে আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে প্রাইভেট কারটি পেছন থেকে ধাক্কা দেয়। এতে...