`নতুন বাংলাদেশ গড়তে জনগণ এবার জামায়াতে ইসলামীকে বেছে নিবে’ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। বরিশাল:নতুন বাংলাদেশ গড়তে দেশের জনগণ এবার জামায়াতে ইসলামীকে বেছে নিবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। ১২ সেপ্টেম্বর শুক্রবার বরিশাল টাউনহল অডিটোরিয়ামে মহানগরীর যুব বিভাগের নির্বাচনি যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দেশের জনগন পালস্ বুঝতে হবে দেশের জনগণ আর একটি ফ্যাসিবাদ কোন অবস্থাতেই মেনে নিবে না, যার প্রমাণ হল বৃহৎ ক্যাম্পাস সমূহে নির্বাচন, সমস্ত চাপ উপেক্ষা করে দল মত ধর্ম বর্ন নির্বিশেষে যুব সমাজ পরিবর্তনের পক্ষে মত দিয়েছে। আগামী নির্বাচনে অনেকে মেকানিজম করার কথা চিন্তা করতেছেন আমরা বলতে চাই এই যুব সমাজ কোন রক্তচক্ষু মেনে নিবে না।তিনি আরও বলেন, লেভেল প্লেয়িং...