মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গোপালগঞ্জের মুকসুদপুরে দুটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার চরপ্রসন্নদী ১নং ব্রিজের ওপরে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী ১নং ব্রিজের ওপর ঢাকাগামী গোল্ডেন পরিবহণের একটি যাত্রীবাহী বাস ও বরিশালগামী আমাদের পরিবহণের একটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রায় ২০ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে টেকেরহাটসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া...