ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক আন্দ্রে ওনানাকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ ছিল না। গুঞ্জন ছিল এই মৌসুমের ক্লাব ছাড়তে চলেছেন কামেরুনের এই গোলরক্ষক। সেটি আরও ভারি হয়েছিল বেলজিয়ান গোলকিপার সেনে ল্যামেন্সকে দলে ভেরনোর পর থেকে। গুঞ্জনকে সত্যি করে অবশেষে ক্লাব ছাড়লেন ওনানা। ধারে তুরস্কের ক্লাব ট্রাবজনস্পোরে যোগ দিচ্ছেন ওনানা। ২০২৫-২৬ মৌসুমের বাকি সময়টা সেখানেই কাটাবেন ২৯ বছর বয়সী এই গোলরক্ষক। শুক্রবার (১২ সেপ্টেম্বর) তুরস্কের ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগেরদিন এই চুক্তি সম্পন্ন হয়। চলতি মৌসুমে রুবেন আমোরিম প্রিমিয়ার লিগের প্রথম তিন ম্যাচে মাঠে নামাননি ওনানাকে। ক্যামেরুনের এই গোলরক্ষককে নিয়ে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক ছাড়পত্র ও নিবন্ধন সাপেক্ষে এই চুক্তি কার্যকর হবে। এক বিবৃতিতে ম্যানচেস্টার ইউনাইটেড জানিয়েছে, ‘আমরা ওনানার ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাই।’ আমোরিমের অধীনে ওনানার এই মৌসুমে একমাত্র ম্যাচ ছিল...