ইলিয়াসের লাশ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরা শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের দুইদিন পর মো. ইলিয়াস (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার গান্ধিগাঁও কালীস্থান সংলগ্ন কালঘোষা নদী থেকে তার লাশ উদ্ধার হয়। এ ঘটনায় মো. নাজমুল নামে একজনকে আটক করেছে পুলিশ। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটককৃত নাজমুলের মুরগির খামারের বিদ্যুতের তারে জড়িয়ে শিশুটির মৃত্যু হতে পারে। নাজমুল লাশ গুম করতে কালঘোষা নদীতে ফেলতে পারেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”আরো পড়ুন:হবিগঞ্জে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যুচাঁদপুরে ৮ মাসে পানিতে ডুবে ১৪৮ জনের মৃত্যু মারা যাওয়া ইলিয়াস গান্ধিগাঁও এলাকার কালু গাজীর ছেলে। সে স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। এলাকাবাসী জানান,...