রাশিয়ার রাষ্ট্রদূত জামায়াতের আমিরের কার্যালয়ে গেলে দলটির নেতারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে রাশিয়ার রাজধানী মস্কোয় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ইসলামি কনফারেন্সে আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরায় জামায়াতের আমিরের কার্যালয়ে বৈঠককালে তাকে এ আমন্ত্রণ জানান বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন। বৃহস্পতিবার বেলা ১১টায় রাশিয়ার রাষ্ট্রদূত জামায়াতের আমিরের কার্যালয়ে গেলে দলটির নেতারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে সৌজন্য বৈঠকে করেন তারা। বৈঠকের শুরুতেই রুশ রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নেন এবং তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন পলিটিক্যাল কাউন্সিলর অ্যানটন চেরনোভ। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জামায়াতে ইসলামীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জামায়াত জানায়, বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান পরিস্থিতি, বাংলাদেশ ও...