ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ও হল সংসদ নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ করেছেন ৯ পোলিং এজেন্ট। তাদের অধিকাংশই বামপন্থি প্রার্থীদের পোলিং এজেন্ট। অনিয়ম খতিয়ে দেখতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) চিফ রিটার্নিং অফিসারের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন ওই পোলিং এজেন্টরা। অভিযোগপত্রে বলা হয়েছে, আপনি অবগত আছেন যে, গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণের সময় অসংখ্য অনিয়ম প্রত্যক্ষ করেছেন প্রার্থী, ভোটার ও পোলিং এজেন্টরা। এসব ঘটনার মধ্যে ভোটকেন্দ্রে ইতোমধ্যে পূরণ করা ব্যালট পেপারের উপস্থিতি, জাল ভোটারের উপস্থিতি, পোলিং এজেন্টদের দায়িত্ব পালনে বাধা প্রদান ইত্যাদি উল্লেখযোগ্য। নির্বাচনী কালি হিসেবে ভোটারদের আঙুলে যে কালি ব্যবহার করা হয়েছে, তা কোনোভাবেই অমোচনীয় ছিল না। এই কালি সামান্য ঘষাতেই উঠে যাচ্ছিল। এমনকি, নির্বাচনের দিন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য...