চট্টগ্রাম:বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে কমেছে বিনিয়োগ, কমেছে কর্মসংস্থানও। কার্যাদেশ না থাকায় বন্ধ হয়ে গেছে অনেক পোশাক-ওষুধ কারখানা, পুঁজির ঘাটতিতে ব্যবসা গুটিয়ে নিয়েছেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ ২০২৪ এর চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম বিভাগে বেকার সংখ্যা ৫ লাখ ৮৪ হাজার। জেলার মোট জনসংখ্যা ৯১ লাখ ৬৯ হাজার ৪৬৫ জন।এর মধ্যে ৩০ শতাংশের বেশি অর্থাৎ ৫ লাখ ৮৮ হাজার মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নন। এক দশক আগেও চট্টগ্রামে পোশাক খাতে শ্রমিক ছিল প্রায় ১৯ লাখ। এখন সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯ লাখে। চট্টগ্রাম শিল্প পুলিশ-৩ এর পরিসংখ্যান অনুসারে, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসহ কয়েকটি সংস্থার মোট ৫৮০টি পোশাক কারখানার মধ্যে চালু আছে ৫২৮টি। গত এক বছরে কার্যাদেশ না থাকায় বন্ধ হয়ে গেছে ৫২টির বেশি কারখানা। এছাড়া গত...