কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের উদয়নগর এলাকায় পদ্মা নদীর হঠাৎ ভাঙনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি সীমান্ত চৌকি (বিওপি) নদীগর্ভে বিলীন হয়ে গেছে। কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, “গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধীন উদয়নগর সীমান্ত চৌকি পদ্মা নদীর প্রবল স্রোত ও ঝোড়ো বাতাসের কবলে পড়ে। আকস্মিক ভাঙনের ফলে চৌকির দুই-তৃতীয়াংশ মুহূর্তেই নদীতে ধসে পড়ে। নিরাপত্তার স্বার্থে বাকি অংশও পরিত্যক্ত ঘোষণা করা হয়।” বিজিবি জানায়, ভাঙনের আগেই চৌকির বেশিরভাগ স্থানান্তরযোগ্য সরঞ্জাম নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। ব্যাটালিয়ন কর্তৃপক্ষের বরাতে বলা হয়েছে, “গত ১৩, ১৪ ও ১৫ আগস্টে অধিকাংশ সরঞ্জাম পার্শ্ববর্তী চরচিলমারী বিওপিতে স্থানান্তর করা হয়েছিল।” ভাঙনের পর ১১ সেপ্টেম্বর ভোরে বাকি অস্ত্র, গোলাবারুদ, অফিসিয়াল নথিপত্র, যানবাহন, চারপায়ে...