নাটোরের বাগাতিপাড়ায় পারিবারিক কলহের জেরে আন্নি খাতুন (২১) নামের এক গৃহবধূ বিষপান করে মৃত্যু হয়েছেন। নিহত আন্নি খাতুন উপজেলার চিথুলিয়া গ্রামের আশরাফুল ইসলাম ও মোছা. শামীমা বেগমের মেয়ে এবং একই উপজেলার বেগুনিয়া গ্রামের মো. পরশ মন্ডলের স্ত্রী ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে ইসলামী শরীয়াহ মোতাবেক আন্নির বিয়ে মো. পরশ মন্ডলের সঙ্গে হয়। তবে বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয়ে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে গত ৯ সেপ্টেম্বর সকালে ঘরে থাকা জমিতে ব্যবহৃত ঘাস মারার বিষপান করেন আন্নি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে ভর্তি...