পাবনা সদর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন এবং দুই মোটরসাইকেলে থাকা আরও তিন আরোহী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পাবনা-সুজানগর আঞ্চলিক মহাসড়কের খয়েরসূতি স্কুল অ্যান্ড কলেজের সামনে। পাবনা সদর থানার এসআই মো. রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তি হলেন— পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার জামিল (২২)। আহতরা হলেন— সদর উপজেলার চর বাঙ্গাবাড়িয়া এলাকার সাকিব (২০), রুমন (১৯) ও ফরিদপুর উপজেলার জুবায়ের (৪৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার রাতে একটি মোটরসাইকেল সুজানগরের দিকে এবং অপরটি পাবনার দিকে যাচ্ছিল। খয়েরসূতি স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক জামিল ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত তিন আরোহীকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি...