হাবীবুল্লাহ বাহার কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘থিয়েটার-মিডিয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ২০২৫’। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কলেজ অডিটোরিয়ামে এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে প্রদর্শিত হয় বাছাইকৃত ২৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্যে বিশেষ ক্যাটাগরিতে সেরা বিবেচনায় পাঁচটি চলচ্চিত্রকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়। মনোনীত চলচ্চিত্রগুলো হলো- জুলাইয়ের চিঠি (পরিচালনা: লাহুল মিয়া), দ্য লাস্ট ওয়ার্ড (পরিচালনা: সাদেক সাব্বির), দ্য বয় ইন দ্য টোর্ন সুজ (পরিচালনা: বিপ্লব কুমার পাল), দ্য বার্ড (পরিচালনা: আব্দুল কাইয়ূম ভুঁইয়া) এবং বেবি গেইম (পরিচালনা: খালিদ বিন নাসির)। চলচ্চিত্রগুলোতে দেশপ্রেম, মানবতাবোধ, জুলাই আন্দোলনের চেতনা, মব জাস্টিসের প্রভাব, নতুন প্রজন্মের ভাবনা এবং সমসাময়িক সামাজিক-সাংস্কৃতিক বাস্তবতার প্রতিফলন ঘটেছে। এ ছাড়া প্রদর্শিত হয়েছিল হেলিকপ্টার, ইউরিক এসিড, বিশ্বাস, ট্রু অর নাইটমেয়ার,...