নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অনিয়মের অভিযোগে ছুটিতে থাকা হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মো. শফিকুল ইসলাম। তিনি জানান, বিচারপতি আক্তারুজ্জামান ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিলে সেটি গৃহীত হয়। এর আগে, ৩১ আগস্ট অনিয়মের অভিযোগের মুখে বিচারপতি আক্তারুজ্জামানকে সাময়িকভাবে ছুটিতে পাঠানো হয়। ছুটিতে পাঠানোর পর তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। উল্লেখ্য, বিচারপতি আক্তারুজ্জামান আলোচনায় আসেন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দণ্ড দেওয়ার ঘটনায়। সে সময় তিনি ঢাকার বিশেষ জজ আদালতে দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের ১৬ অক্টোবর দুর্নীতির অভিযোগে হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়। অভিযোগ ছিল, তারা তৎকালীন সরকারের সুবিধাভোগী হিসেবে অনিয়মে জড়িত ছিলেন। এরপর প্রধান বিচারপতি ড....