চাকরি স্থায়ীকরণসহ বিভিন্ন দাবিতে টাঙ্গাইলে পল্লী বিদ্যুৎ সমিতির ২৭৩ জন কর্মচারী গণছুটিতে রয়েছেন। কর্মচারীরা ছুটিতে থাকলেও গ্রাহক সেবায় কোনো ধরনের অসুবিধা হচ্ছে না বলে শুক্রবার (১২ সেপ্টেম্বর) জানিয়েছেন টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী সানোয়ার হোসেন। আন্দোলনরত পল্লী বিদ্যুতের লাইন ম্যান আসলাম মিয়া, তপু মিয়া ও সাব্বির হোসেন জানান, সারা দেশে কর্মচারীদের অধিকার আদায়ের জন্য আন্দোলন চলমান রয়েছে। কয়েকজন সাময়িক বরখাস্তও করা হয়েছে। এর প্রতিবাদ ও যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে তারা গণছুটিতে রয়েছেন।আরো পড়ুন:চাটমোহরে বিক্ষুব্ধ কৃষকদের পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাওবাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা গণছুটিতে চাটমোহরে বিক্ষুব্ধ কৃষকদের পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা গণছুটিতে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী সানোয়ার হোসেন বলেন, “জেলার সাতটি...