জাকসু ও হল সংসদ নির্বাচনে আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালেও চলছে ভোট গণনা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভোট গণনার কাজ চলমান রয়েছে। গতকাল সারা রাত ধরে ভোট গণনা চলেছে। জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ.কে. এম রাশিদুল আলম গতকাল রাতে জানান, শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে। গতকাল সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল পাঁচটা পর্যন্ত। তবে সারিতে থাকা ভোটাররা সময় পেরিয়ে যাওয়ার পরও ভোট প্রদান করেন। ভোটগ্রহণ শেষে ২১টি হল থেকে ব্যালট বাক্সগুলো সিনেট হলে নেওয়া হয়। এরপর ভোটগণনা শুরু হয় রাত সোয়া দশটার দিকে। এদিকে, নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছে ছাত্রদল। আরও চারটি...