জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনা কার্যক্রমে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস৷ তিনি জাকসু ও প্রীতিলতা হল সংসদ নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন৷ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে সিনেট হল থেকে বের হওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন জান্নাতুল ফেরদৌস৷ তাৎক্ষণিকভাবে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷আরো পড়ুন:জাকসু নির্বাচন: ‘বয়কট বয়কট’ স্লোগানে ছাত্রদলের বিক্ষোভজাকসু নির্বাচন: হাতে গোনা হচ্ছে ভোট, ফল দিতে দুপুরও হতে পারে জাকসু নির্বাচন: ‘বয়কট বয়কট’ স্লোগানে ছাত্রদলের বিক্ষোভ জাকসু নির্বাচন: হাতে গোনা হচ্ছে ভোট, ফল দিতে দুপুরও হতে পারে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জান্নাতুল ফেরদৌস প্রীতিলতা হলের পোলিং অফিসারের দায়িত্বে থাকায় সকালে নির্বাচন কমিশনে ভোট গণনা কার্যক্রমে অংশ নিতে সিনেট ভবনে...