দুর্নীতি ও অসমতার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে গত এক বছরে একাধিক দেশে সরকারের পতন হয়েছে। সর্বশেষ উদাহরণ নেপাল। সার্বিয়াতেও ২০২৪ সাল থেকে সরকারবিরোধী ছাত্র আন্দোলন চলছে। সেই আন্দোলনে ছাত্রদের প্রতি সমর্থন জানিয়ে সরকারের রোষে পড়ায় শেষ পর্যন্ত দেশ ছাড়তে হলো সার্বিয়ান টেনিস গ্রেট নোভাক জকোভিচকে। জন্মভূমি সার্বিয়া ছেড়ে পরিবার নিয়ে ইউরোপের আরেক দেশ গ্রিসে থিতু হয়েছেন পুরুষ এককে রেকর্ড ২৪টি গ্র্যান্ডস্লাম জেতা জকোভিচ। গ্রিক সংবাদমাধ্যম পোর্তো থেমা জানিয়েছে, গ্রিসে স্থায়ীভাবে থাকার জন্য রাজধানী এথেন্সের অভিজাত এলাকা গ্লিফাদায় বাড়ি কিনেছেন জকোভিচ। দুই সন্তান ১১ বছর বয়সি ছেলে স্তেফান ও আট বছর বয়সি মেয়ে তারাকে এথেন্সের একটি স্কুলে ভর্তি করিয়ে সেখানে একটি টেনিস একাডেমি চালু করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি এথেন্সের কাভুরি টেনিস ক্লাবে ছেলের সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে ৩৮ বছর বয়সি জকোভিচকে।...