বিদ্যা বালানের ভাগ্য রাতারাতি বদলে দিয়েছিল বলিউডি সিনেমা ‘পরিণীতা’, অভিষেকেই আসে তারকাখ্যাতি। তবে ওই সিনেমার কাজটি সহজে বিদ্যার হাতে ধরা দেয়নি। একে একে ৭৫ বার অডিশন দিয়ে তবেই এ সিনেমার ললিতা চরিত্রে চূড়ান্ত হয়েছিলেন বিদ্যা বালান। বলিউড হাঙ্গামা লিখেছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী নিয়ে সিনেমাটি বানিয়েছিলেন প্রদীপ সরকার। মূল ভূমিকায় ছিলেন বিদ্যা বালান, সাইফ আলী খান, সঞ্জয় দত্ত, দিয়া মির্জা, রাইমা সেন ও সব্যসাচী চক্রবর্তী। মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে এর মধ্যে মহাসমারোহে উদ্যাপিত হয়েছে ‘পরিণীতা’ সিনেমার ২০ বছর পূর্তি। সেই রাতে চিত্রনির্মাতা বিধু বিনোদ চোপড়া, বিদ্যা বালান, রেখা, দিয়া মির্জা, গায়িকা শ্রেয়া ঘোষাল, সংগীত পরিচালক শান্তনু মৈত্রসহ অনেকে উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে বিদ্যা বলেন, “আমার জীবনে একটাই স্বপ্ন ছিল। তা হল অভিনয়। গত দুই দশক ধরে সেই স্বপ্নের রাজ্যে আমি বাস করতে...