৩. ত্বক ও দাঁতের যত্নে উপকারীবিশেষ এই লবণটি ত্বকের বার্ধক্য রোধে উপকারী। ত্বকে কোলাজেন এবং ইলাস্টিসিটি বজায় রাখে। এ ছাড়া গবেষণায় দেখা গেছে, বাঁশের লবণযুক্ত টুথপেস্ট প্লাক, মাড়ির প্রদাহ এবং দাঁতের এনামেলের ক্ষয় কমায়।শেষ কথানিত্যদিনের খাবারে আমরা যে সাধারণ লবণ ব্যবহার করি, তার সঙ্গে এই জুকইওম লবণের কোনো মিল নেই। এর দাম আকাশছোঁয়া হলেও কোরিয়ায় শতাব্দীর পর শতাব্দী ধরে এটি স্বাস্থ্যকর ভেষজ উপাদান হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাই বলা যায়, এ লবণ শুধু রান্নার স্বাদ বাড়ায় না, বরং শরীরের সুস্থতা রক্ষায়ও রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা।সূত্র:টিভি নাইন বাংলা বিশেষ এই লবণটি ত্বকের বার্ধক্য রোধে উপকারী। ত্বকে কোলাজেন এবং ইলাস্টিসিটি বজায় রাখে। এ ছাড়া গবেষণায় দেখা গেছে, বাঁশের লবণযুক্ত টুথপেস্ট প্লাক, মাড়ির প্রদাহ এবং দাঁতের এনামেলের ক্ষয় কমায়।শেষ কথানিত্যদিনের খাবারে আমরা যে সাধারণ লবণ...