মাইক হেসনের সংবাদ সম্মেলন তখন মাঝামাঝি পর্যায়ে। এশিয়া কাপ নিয়ে নানা প্রশ্ন করা হচ্ছিল পাকিস্তান কোচকে। হঠাৎ একটি প্রশ্ন ছুটে গেল, “বাবর-রিজওয়ানকে বাদ দেওয়ার কারণ প্রকাশ্যে বলার সাহস আছে আপনার?” পাকিস্তানের টি-টোয়েন্টি দল থেকে দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের বাইরে থাকার ১০ মাসে তাদেরকে নিয়ে প্রশ্ন অনেকবারই শুনেছেন হেসন। তার পরও দলের এশিয়া কাপ শুরুর আগের দিন এমন প্রশ্ন ও এতটা আগ্রাসী ধরন হয়তো আশা করেননি পাকিস্তান কোচ। কিছুটা চমকে গিয়ে তিনি আবার প্রশ্নটি শুনতে চাইলেন। এবার প্রশ্নকর্তার গলার সুর ও বলার ভাষা একটু স্তিমিত হয়েই ফুটে উঠল। হেসনের উত্তরটাও হলো পরিমিতি ও সুচিন্তিত। পাকিস্তান কোচ পরিশীলিত ভাষায় বললেন, কারও বিরুদ্ধে তার কোনো এজেন্ডা নেই, আছে সিদ্ধান্ত গ্রহণের পেছনে সততা। “ক্রিকেটারদের নিয়ে নিজের মূল্যায়নে সৎ থাকা জরুরি। সিদ্ধান্তের পেছনে কোনো নির্দিষ্ট এজেন্ডা...