গাজা সিটিতে চলমান হামলার মধ্যে উপকূলীয় শিবিরগুলোতে আশ্রয় নেওয়া স্থানান্তরিত ফিলিস্তিনিদের জীবন ক্রমশ দুর্বিষহ হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে অনেকেই আবার বোমার মুখে পড়ে থাকা শহরের দিকে ফিরে যাচ্ছেন। খবর: রয়টার্স। স্থানান্তরিতরা জানিয়েছেন, শিবিরের ভিড়, পর্যাপ্ত তাবু ও পানি না থাকা এবং সীমিত স্বাস্থ্যসেবার কারণে তারা নিরাপত্তাহীনতায় ফিরে যেতে বাধ্য হচ্ছেন। পরিস্থিতি অনুযায়ী, গাজা সিটির পশ্চিম উপকূলীয় এলাকা ও দক্ষিণের মাওয়াসি শিবিরে আশ্রয় চাইছেন লোকজন। মাওয়াসি শিবির সমুদ্র তট ও কৃষি জমির পাশে বিস্তৃত একটি এলাকা, যা ইসরায়েল মানবিক অঞ্চল হিসেবে ঘোষণা করেছে। কিন্তু সেখানে পৌঁছানো বহু পরিবারই কোনো তাবু, পর্যাপ্ত পানি বা স্বাস্থ্যসেবা পায়নি। মোহাম্মদ আল-শেরিফ (৩৫) বলেন, ‘আমি দুই দিন ধরে সূর্যের তাপে আশ্রয় খুঁজছি, কিন্তু কোনো জায়গা পাইনি। তাই সব মালামাল নিয়ে আবার গাজা সিটিতে ফিরে যেতে হয়েছে।’...