নিহতরা হলেন- গোলাম সরোয়ার মিন্টু (৪২) ও তার তিন বছর বয়সী মেয়ে মুসকান। তারা ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টরের বাসিন্দা। হাইওয়ে পুলিশ জোরারগঞ্জ ফাঁড়ির পরিদর্শক বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা থেকে পরিবার নিয়ে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন গোলাম সরোয়ার। তাদের বহনকারী প্রাইভেট কারটি ঠাকুর দীঘি বাজারে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কভার্ড ভ্যানের পেছনে গিয়ে ধাক্কা দেয়।” এসময় গাড়িতে থাকা বাবা-মেয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এবং আহত মা-ছেলে, আরও এক ব্যক্তি ও গাড়ির চালকসহ চারজনকে...