আগামীকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। ফলে দেশে বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে মৌসুমি বায়ুর সক্রিয়তা বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ও বিস্তৃতি কিছুটা বৃদ্ধি পেয়েছে। এতে ভ্যাপসা গরমও সামান্য কমেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবারও পরিস্থিতি কমবেশি একই রকম থাকতে পারে। তবে আগামী সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে সারা দেশে বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়বে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রংপুর বিভাগে বৃষ্টিপাত সবচেয়ে বেশি হতে পারে। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, “বৃষ্টি কিছুটা বেড়েছে, এতে গরমের অনুভূতিও কমেছে। আগামী সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।” তিনি আরও জানান, সম্ভাব্য লঘুচাপটি বঙ্গোপসাগরে...