এশিয়া কাপ শুরু হওয়ার আগে থেকেই বিভিন্ন ক্রিকেট বিশ্লেষক অংশ নেওয়া দলগুলোর সম্ভাবনা ব্যাখ্যা করে যাচ্ছেন। বাংলাদেশ দল নিয়ে বরাবরই কিছুটা নেতিবাচক প্রত্যাশার কথা শুনিয়েছেন অনেকে। তবে কিছুটা ভিন্ন সুরে কথা বললেন পাকিস্তানি তারকা শোয়েব মালিক। তার মতে এশিয়া কাপের সুপার ফোরে খেলবে বাংলাদেশ। পাকিস্তানি এক গণমাধ্যমে আলোচনাকালে এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে শোয়েব বলেন, ‘ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাবটাই বাংলাদেশের সবচেয়ে বড় ঘাটতি। তারা মাঝেমধ্যে ভালো খেলে। কিন্তু দীর্ঘ সময় ভালো ব্যাটিং করতে হবে। অর্থাৎ ২০ বা ২৫ রানের ইনিংস খেলে আউট হওয়া যাবে না। সেগুলোকে ৫০ বা ৭০ রানে নিয়ে যেতে হবে।’ বাংলাদেশের সেরা চারে খেলার সম্ভাবনা নিয়ে তিনি আরও বলেন, ‘বড় ইনিংস খেলতে পারলে যেকোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারে বাংলাদেশ। এমনটা করতে পারলে আমার মতে তারা সুপার ফোরে উঠতে...