ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর ক্লাব ও লাইব্রেরি। প্রায় ৯০ বছর আগে যাত্রা শুরু হয় ক্লাবটির। দীর্ঘ সময়ের পদযাত্রায় ছিল উত্থান-পতন। তবে থেমে যায়নি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ২ লাখ টাকা অনুদান দিয়েছে উপজেলা পরিষদ। কিনতে হবে ক্রীড়া সামগ্রী, তবে বিধিবাম। পাঁচ মাস পেরিয়ে গেলেও অনুদানের টাকা সম্পর্কে কিছুই জানেন না ক্লাবটির সদস্যরা। পাননি কোনো আর্থিক সহযোগিতা।জানা যায়, একইভাবে জুন মাসে উপজেলার বালিয়া ইউনিয়নের একতা যুব ক্লাব ও কুমারপুর স্পোর্টিং ক্লাবের আসবাবপত্র ও খেলার সামগ্রী কেনার জন্য ২ লাখ টাকার অনুদান দেওয়া হয়। এ দুই নামেও ক্লাবের সন্ধান মেলেনি। নামই শোনেননি স্থানীয় খেলোয়াড় ও বাসিন্দারা।চলতি বছরের জানুয়ারি থেকে জুন। ছয় মাসে এমন ভূতুড়ে বিলের রাজ্যে পরিণত হয়েছে সদর উপজেলা পরিষদ। মার্চ মাসে রহিমানপুর ইউনিয়নের ইউপি সদস্য আনারুল ইসলাম ও...