ঢাকা: সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে সবজির দাম কিছুটা বেড়েছে। সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে।একই সঙ্গে গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগিরও দাম বেড়েছে। তবে আগের দামেই বিক্রি হচ্ছে ইলিশ মাছ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়া বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। বাজার ঘুরে দেখা গেছে, রাজধানীর বাজারগুলোতে সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। এসব বাজারে ঝিঙা, করলা, বরবটি, বেগুন, কচুর লতি, পটল, চিচিঙা ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ প্রকারভেদে ১৬০ থেকে ২০০ টাকা এবং পেঁপে ২৫ থেকে ৩০ টাকা কেজি, প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা, টমেটো ১৫০ থেকে ১৮০ টাকায়, ইন্ডিয়ান গাজর ১২০ থেকে ১৪০ টাকা, দেশি শসা ৮০ টাকা এবং হাইব্রিড শসা ৬০ টাকা কেজি...