ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ‘দ্বিতীয় স্ত্রীকে পুনরায় বিয়ে করে সম্পত্তি দিয়ে দেবে’ এমন শঙ্কায় নিজের বাবাকে হত্যা করে ছেলে চুরির গল্প সাজিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। ঘটনার আটদিনের মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সুপার শচীন চাকমা। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামি মো. মাহমুদুল হাসান (২১) হত্যার দায় স্বীকার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। বৃহস্পতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জহিরুল আলম তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নথিভুক্ত করেন। গত ৩ সেপ্টেম্বর হত্যার শিকার হন নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের হাজী মো. আলম মিয়া (৬০)। তিনদিন পর ৬ সেপ্টেম্বর তার ছেলে মো. মাহমুদুল হাসান বাদী হয়ে নাসিরনগর থানায় হত্যা মামলা করেন। মামলার এজাহারে মাহমুদুল বলেন, ৩ সেপ্টেম্বর অজ্ঞাতনামা আসামিরা টিনের চালা কেটে এবং পেছনের দরজা...