রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে পাইকপাড়া এলাকায় সরকারবিরোধী স্লোগান দিচ্ছিলেন এবং নাশকতার পরিকল্পনাকালে তাদেরকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— পাবনা জেলার সুজানগর পৌর যুবলীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের ভাইস চেয়ারম্যান মো. জুয়েল রানা, চট্টগ্রাম মহানগরের এজিএস ইসলামিয়া কলেজ ছাত্রলীগের কর্মী আল নমান সাইফ, চট্টগ্রাম জেলা যুবলীগের কর্মী মো. জুলহাস, ছাত্রলীগের কর্মী ইমন হোসেন খান মানিক, আওয়ামী লীগের কর্মী মো. সাগর হোসেন এবং মো. ওহিদুল ইসলাম সুমন। শুক্রবার সকালে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন সদস্য পাইকপাড়া ডি-টাইপ...