নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের রাজধানী রিয়াদে বাসিন্দাদের জন্য জমি ক্রয়ের একটি নতুন রিয়েল স্টেট প্ল্যাটফর্ম চালু করেছে রিয়াদ সিটির রয়েল কমিশন (RCRC)। চলতি বছরের শুরুতে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বাসিন্দারা সুলভ মূল্যে জমি ক্রয় করতে পারেন। খবর আরব নিউজ। রয়েল কমিশনের তথ্য অনুযায়ী, আগামী পাঁচ বছরের মধ্যে প্রতি বছর ১০,০০০ থেকে ৪০,০০০ প্লট বরাদ্দ করা হবে। প্রতি স্কয়ার মিটারের দাম ধরা হয়েছে ১,৫০০ সৌদি রিয়াল (প্রায় ৪০০ ডলার)। জমি ক্রয়ের জন্য আবেদনকারীকে অবশ্যই সৌদি নাগরিক হতে হবে এবং বিবাহিত অথবা বয়স অন্তত ২৫ বছর হতে হবে। এছাড়া, রিয়াদে অন্তত তিন বছর বসবাসের শর্ত রয়েছে এবং অন্য কোনো সম্পত্তির মালিকানা থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ অক্টোবর।...