প্রাথমিক বিদ্যালয়গুলোতে গানের শিক্ষক নিয়োগ নয়, বরং ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জোর দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, কুমিল্লা জেলা ও মহানগর শাখা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সংগঠনের এক যৌথ আমেলা বৈঠকে নেতারা এ দাবি জানান।বৈঠকে বক্তারা বলেন, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যেখানে ৯০ শতাংশের বেশি মানুষ ইসলামের অনুসারী। এই বাস্তবতায় দেশের প্রতিটি মুসলিম শিশুর জন্য প্রাথমিক স্তরে ধর্মীয় শিক্ষার সুযোগ থাকা একটি ন্যায্য অধিকার। অথচ সরকারের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে গানের শিক্ষক নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, যা তারা ‘অপসাংস্কৃতি’ ও ‘অশ্লীলতার প্রচার’ হিসেবে আখ্যায়িত করেছেন।নেতারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানানো হলেও তা উপেক্ষা করে গানের শিক্ষক নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে। এমনকি কোথাও কোথাও মুসলিম শিশুদের ধর্মীয় শিক্ষা হিন্দু ধর্মাবলম্বী শিক্ষকদের মাধ্যমে...