বরগুনার বামনা উপজেলায় এক অটোচালককে জবাই করে রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত দুই হত্যাকারীকে আটক করেছে পুলিশ। একই সাথে ছিনতাই হওয়া অটো রিকশা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।জানা যায়, বামনা উপজেলার পশ্চিম বলইবুনিয়া এলাকা থেকে বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে আজিজুল সিকদার (২৮) নামের এক অটো রিকশা চালক পার্শ্ববর্তী ভান্ডারিয়া শহরে যাওয়ার উদ্দেশ্যে তিন জন যাত্রী নিয়ে রওনা দেন। পথিমধ্যে পশ্চিম বলইবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠের পাশে একটি ডোবায় অটোচালককে জবাই করে তাঁর মৃতদেহ ফেলে দিয়ে অটো রিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।রাতে একজন পথচারী বাড়ি ফেরার সময় রাস্তায় তাজা রক্ত দেখতে পেয়ে চিৎকার করলে লোকজন জড়ো হয় এবং পুলিশে খবর দেয়। বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রথমে মৃতদেহ উদ্ধার করেন এবং...