বাদ্যযন্ত্র কেবল সুর তৈরির একটি সরঞ্জাম নয়, বরং এটি একটি জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। জারি, সারি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, মুর্শিদি, মারফতি, মাইজভান্ডারি, সাঁওতালি, বাউল, ঝুমুর, ভাদু, টুসু, কবিগান, পালাগানসহ নানারকম গানের তালে বাজাতে হয় নানা ধরনের বাদ্যযন্ত্র। লোকগানের অবিচ্ছেদ্য অংশ ঢাক, ঢোল, খোল, ডুগি, নাল, কঙ্কন, একতারা, দোতারা, সারিন্দাসহ হাতে তৈরি নানান ধরণের বাদ্যযন্ত্র। যুগ যুগ ধরে এসব বাদ্যযন্ত্র তৈরি করেই জীবিকা নির্বাহ করছেন দেশের এক শ্রেণীর প্রান্তিক জনগোষ্ঠী। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া গ্রামে এমনই এক প্রান্তিক জনগোষ্ঠীর ‘মনিদাশ’ পাড়াকে সবাই ঢাক-ঢোল পাড়া হিসেবে চেনে। মনিদাশ পাড়ায় প্রায় ৩৫টি পরিবারের শতাধিক ব্যক্তি নানারকমের বাদ্যযন্ত্র বানানোর কাজে জড়িত। তাদের তৈরিকৃত বাদ্যযন্ত্রের চাহিদা দেশজুড়ে। আলোর ইশকুল আলোকচিত্র চক্রের ১০ম ব্যাচের সদস্যদের এবারে প্রয়াস ছিলো-বাদ্যযন্ত্র বানানোর কাজে জড়িত মানুষদের জীবনের বৈচিত্র্য ক্যামেরায় তুলে ধরা।...