বর্তমানে জেলার বিভিন্ন হাট-বাজারে প্রতিশতক সুপারি বিক্রি হচ্ছে ১০০ থেকে ২০০ এমনকি ৫০০ টাকা পর্যন্ত। খুচরা বাজারে প্রতিটি সুপারি বিক্রি হচ্ছে ৩ থেকে ৫ টাকা দরে। দাম বাড়ার সাথে সাথে কৃষকরাও পাচ্ছেন ন্যায্য মূল্য। স্থানীয় বাজার ছাড়াও এই সুপারি রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি রপ্তানির বাজারেও সাতক্ষীরার সুপারি জায়গা করে নিচ্ছে।সুপারি চাষ কৃষকের জন্য লাভজনক হওয়ার অন্যতম কারণ হলো এর সহজ উৎপাদন পদ্ধতি। সুপারি গাছের চারার দাম বর্তমানে ৫০ থেকে ১০০ টাকা। রোপণের চার থেকে পাঁচ বছরের মধ্যেই ফলন আসে। তাছাড়া একই জমিতে অন্যান্য ফসল, রবিশস্য বা সবজি চাষেও কোনো সমস্যা হয় না। ফলে কৃষকরা একই জমি থেকে বহুমুখী আয় করতে পারছেন।শুধু ফল নয়, সুপারি গাছের কাঠও গ্রামীণ জীবনে কাজে লাগে। বিশেষ করে ঘরের ছাউনি...