১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ পিএম যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন। এই পদক্ষেপ নেওয়া হয়েছে তখন, যখন প্রকাশিত ই-মেইল এবং চিঠি থেকে জানা গেছে, ম্যান্ডেলসনের এপস্টেইনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং ২০০৮ সালে নাবালিকাকে যৌন নিপীড়নের মামলায় সাজা এড়াতে এপস্টেইনকে আইনি পরামর্শ দিয়েছিলেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে অ্যাসোসিয়েট প্রেস। স্টারমার বরখাস্তের পেছনে মূল কারণ হলো ম্যান্ডেলসনের এপস্টেইনের সঙ্গে সম্পর্কের প্রমাণ—যা তার নিয়োগকালের সময় সরকারের কাছে জানা তথ্যের সাথে মিলছে না। নতুন ই-মেইল ও চিঠির প্রকাশ ঘটনার গুরুত্ব বাড়িয়ে দেয়, যা যুক্তরাজ্যের কূটনৈতিক শৃঙ্খলা এবং নৈতিকতা সম্পর্কিত প্রশ্ন তুলেছে। পিটার ম্যান্ডেলসন তিন দশকেরও বেশি সময় ধরে রাজনৈতিক ও কূটনৈতিক কর্মকাণ্ডে যুক্ত...