১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ পিএম দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জুলাই অভ্যুত্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৭৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন । তালিকায় ছাত্রলীগের ৩৩ পদধারী নেতার নামও রয়েছে। সনদ বাতিল ও বহিষ্কারাদেশসহ বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হবে তাদের। তবে আত্মপক্ষ সমর্থনে তাদের চিঠি দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে গত মঙ্গলবার বিষয়টি জানানো হয়। আদেশে বলা হয়, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে শাখা ছাত্রলীগের সহিংসতার ঘটনাগুলো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির মাধ্যমে তদন্ত করে জড়িত শিক্ষার্থীদের অপরাধের ধরন বিবেচনায় দুই ক্যাটাগরিতে তালিকা প্রস্তুত করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের ২২তম সভায় তা উপস্থাপন করা হয়। শাস্তি প্রদানে গৃহীত সিদ্ধান্ত...