পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া (কেপি) প্রদেশে অশ্লীল কনটেন্ট প্রচারের অভিযোগে টিকটক তারকা আলিশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গুলভার শহর থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা মামলা করেছে। জানা যায়, আলিশা ফেসবুক ও টিকটকে অশ্লীল ভিডিও পোস্ট করে হাজার হাজার ভিউ সংগ্রহ করছিলেন। এর ফলে সমালোচনার মুখে পড়েন তিনি। গ্রেপ্তারের পর অশ্রুসিক্ত চোখে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি নিজের ভুল স্বীকার করে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা চান এবং ভবিষ্যতে আর এ ধরনের কনটেন্ট প্রকাশ করবেন না বলে প্রতিশ্রুতি দেন। আলিশার ফেসবুক পেজে বর্তমানে ২১ হাজারের বেশি ফলোয়ার রয়েছে। যদিও তিনি আগে তেমন আলোচনায় ছিলেন না, তবে সাম্প্রতিক বিতর্কিত কনটেন্টের মাধ্যমে রাতারাতি শিরোনামে চলে আসেন। এদিকে তার গ্রেপ্তার ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। অনেকেই...