দিন যতই যাচ্ছে ফরিদপুরের ভাঙ্গার আসন পুনর্বিন্যাস নিয়ে পরিস্থিতি জটিল আকার ধারণ করছে। স্থানীয়রা সরকার ও নির্বাচন কমিশনের গা এড়িয়ে চলার নীতিকে দুষছেন। গত ১১৮ বছর যাবত ইউনিয়ন দুটি ভাঙ্গার সাথে যুক্ত রয়েছে। ফরিদপুর-৪ আসনকে দুটি আসন করার দাবি থাকলেও নির্বাচন কমিশন দুটি ইউনিয়নকে ভাঙ্গা থেকে ফরিদপুর দুই আসনের সাথে সংযুক্ত করে। আর এতেই ফুঁসে উঠেছে ওই দুই ইউনিয়নসহ ভাঙ্গার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার বাসিন্দারা। তারা বলছেন, এতদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কর্মসূচি থাকলেও আমরা সামনের রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মসূচিতে যাওয়া ছাড়া আমাদের উপায় নেই। ভাঙ্গা উপজেলা সর্বদলীয় ঐক্য কমিটি সূত্রে জানা গেছে, আগামীকাল শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভাঙ্গা উপজেলার সড়ক ও রেলপথ বন্ধ এবং রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মসূচি পালন করবেন তারা। তারা বলছেন, যতক্ষণ...