ভারতের রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করেছিল কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন। অভিযোগ ওঠে, তিনি ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আগেই নিজের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছিলেন। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবীয় গত মাসে এক্স হ্যান্ডলে পোস্ট করে বিষয়টি সামনে আনেন। তিনি দাবি করেন, ১৯৮০ সালের লোকসভা ভোটের আগে নয়াদিল্লি কেন্দ্রের ভোটার তালিকায় সনিয়ার নাম উঠে যায়। অথচ তখনও তিনি নাগরিকত্ব পাননি। অমিত মালবীয়র অভিযোগ ছিল, নির্বাচন কমিশনের সঙ্গে আঁতাত করে গান্ধী পরিবার ক্ষমতার প্রভাবে এই কাজ করেছিল। তিনি ১৯৮০ সালের ভোটার তালিকার একটি ছবি প্রকাশ করেন যেটিকে তিনি প্রমাণ হিসেবে দেখান। বিজেপির অভিযোগ অনুযায়ী ১৯৮২ সাল পর্যন্ত সনিয়ার নাম তালিকাভুক্ত ছিল। অথচ সরকারি রেকর্ড অনুযায়ী ১৯৮৩ সালে নাগরিকত্ব গ্রহণ করেন তিনি। আদালতে একটি ফৌজদারি মামলা হয়। যেখানে আবেদনকারী বলেন ১৯৮৩...